আজ কালকার চোর: রাম প্রপন্ন ভট্টাচার্য | বাংলা কবিতা
আজ কালকার চোর গুলো সব দলে করে চুরি হেড চোর কেউ, কেউ বা দালাল আধবুড়ো কেউ ছুঁড়ি কচি ডাকাত পাকা ডাকাত ডাকাত ছোট বড়ো চোর আর ডাকাত খুঁজলে তবে সবাই হবে জড়ো মজার কথা, চোর কে চোর বললে যায় না রেগে "আমি যে চোর মানলাম ভাই ওকেও দাও না দেগে" আমার চুরি ছোট্ট চুরি ওদের চুরি বড়ো ছিঁচকে চোর কে ছেড়ে দিয়ে ওকেই না হয় ধরো টাকার পাহাড় দেখতে পেলে তবেই আমি চোর সবাই যদি দেখতে না পায় বয়েই গেছে মোর চোর ছ্যাঁচোড় এর দল গুলো সব হাত পা তুলে নাচে পয়সা প্রভাব খাটিয়ে আজ দোষ টা করেও বাঁচে বাংলা আজও ঘুমিয়ে আছে মরণ ঘুমের ঘোরে আজ নয় কাল জাত টা পুরো যাবে যমের দোরে © রামপ্রপন্ন ভট্টাচার্য ৫ই মে ২০২৩