মস্তক বিকৃত (বিক্রিত) বুদ্ধিজীবী
বুদ্ধিজীবীর তকমা নেওয়া সুবিধাবাদী যত,
সংগীতজ্ঞ, শিল্পীকুলের করেছে যে মাথানত।
বিবেক বুদ্ধি মানবিকতা সিন্দুকেতে তুলে,
যা খুশি তাই বলে চলেছে নিরপেক্ষতা ভুলে।
শিল্পীর কাজ শিল্পকর্ম রাজনীতি টা নয়
রাজনীতিবিদ শিল্প বুঝলে দেশের ভালো হয়।
শিল্পকর্মে অপটুত্ব থাকতেই পারে তবে,
রাজনীতি ছেড়ে সাধনা টা করো, উন্নতি টা হবে।
পাওয়া আর পাইয়ে দেওয়ার নোংরা খেলায় মেতে,
শিল্পসত্তা বিস্মৃত হয়ে রয়েছ যে হাত পেতে।
বুদ্ধিজীবী শব্দবন্ধ আজ যেন পরিহাস,
সুবিধাভোগী পরজীবীকুল রাজনীতিকের দাস।
রাজনীতিবিদ রাজনীতি করো, শিল্প সবার নয়,
আঁকিবুকি কাটা, সস্তার ছড়া - হাস্যস্পদ হয়।
যেযার কর্ম যেযার ধর্ম পালন করলে তবে,
বাংলা আবার ভারত বর্ষে শ্রেষ্ঠ আসন লবে।
© রামপ্রপন্ন ভট্টাচার্য - সেতার সাধক
Comments