রাশিদ খান: রাম প্রপন্ন ভট্টাচার্য | বাংলা কবিতা

 জীবন মৃত্যু ব্যাথার ফাঁদে 

সবাই যখন হাসে কাঁদে 

চাওয়া পাওয়ার হিসাব ভুলে 

সুরের আবেশ প্রাণটি খুলে 

ললিত, যোগে গাইছে গান 

আর কেউ নয় রাশিদ খান । 


নতুন জীবন, নতুন স্পর্শ  

কেউ বা খুশি, কেউ বিমর্ষ 

মিলন বিরহ প্রেমের ডোরে

তার আবর্তে জীবন ঘোরে

আলাপ গমক চকিত তান

মন ছুঁয়েছেন রাশিদ খান। 


জীবন পথের প্রতি বাঁকে 

সুখ দুঃখ লুকিয়ে থাকে 

কথায় যেটা যায়না বলা 

দুঃখ চেপে এ পথ চলা 

সেটাই সুরে বাঁধলো গান 

গানের রাজা রাশিদ খান । 


গলার জাদু আবেগ মেজাজ 

প্রতিধ্বনিত হচ্ছে সে আজ  

এমন কণ্ঠ এমন দরদ 

বিলম্বিত কি হোক না জলদ 

জুড়িয়ে দিয়েছে মন আর প্রাণ

আর কেউ নয় রাশিদ খান। 


ওস্তাদ রাশিদ খানের অকাল প্রয়ানে একটি বিনম্র শ্রদ্ধার্ঘ্য

- রাম প্রপন্ন ভট্টাচার্য (সেতার সাধক) 

© Ramprapanna bhattacharya 

অনুপ্রেরণা: পূর্ণেন্দু পত্রীর লেখা "বড়ে গোলাম"


Comments

Popular posts from this blog

Pen names of Great Composers of Hindustani Music

Different Sitar Gharanas

Rare Raga And Raga Prakar Master List