আর জি কর: রাম প্রপন্ন ভট্টাচার্য | বাংলা কবিতা
রাতের বেলায় বন্ধ ঘরে
মেয়েটি যখন পিষে মরে,
শহর বাসি ঘুমায় যখন
সর্বনাশের ডাকটা তখন ,
শুনতে পায় যে বন্ধ ঘর
তারই নাম যে আর জি কর |
সকাল হলো হট্টগোলে
হাসপাতালই মিথ্যে বলে,
খুন কে বলে আত্মহনন
ঘরের লোকের বিলাপ রোদন,
শিউরে ওঠে গ্রাম শহর
আরেকটা নয় আর জি কর |
খবর ছড়ায় আগুন বেগে
দুঃখে কাতর বেজায় রেগে ,
সবাই যখন খুঁজছে খুনি
শাকদিয়ে মাছ ঢাকছে শুনি,
প্রতিবাদের সমস্বর
আরেকটা নয় আর জি কর |
আজকে যারা সবাই চুপ
শিরদাঁড়া টা নরম খুব
বুদ্ধি বিবেক শিক্ষা ভুলে !
অন্ধত্বের চশমা খুলে
দাও ডাক আজ সমস্বর
আরেকটা নয় আর জি কর |
শকুনি ভীষ্ম বিদুর না থাক
মোহান্ধ আর জ্ঞানীর ফারাক,
স্পষ্ট আজ জলের মতন
নীতির ওপর উথান-পতন ,
ভালো থাকুক আপন পর
আরেকটা নয় আর জি কর ।
© রাম প্রপন্ন ভট্টাচার্য
Comments