উত-শব
কন্যাহারা পিতা, হৃদয়ে জ্বলে চিতা |
অবিচারের মাঝে, ঢাক আর কাসর বাজে |
উৎসবে নেই কসুর, সবাই যেন অসুর |
সবাই পূজায় মাতে, দুর্গা তখন কাঁদে |
অনাচারে পুজো, মনুষ্যত্ব কুঁজো |
দেবী যখন রুষ্ট , নেত্রী হোক তুষ্ট |
মেকি যে সব সাজ, নাই কো কোনো লাজ |
বিজয়া শুভ হবে, বিচার হলেই তবে |
© রামপ্রপন্ন ভট্টাচার্য
১৩ অক্টোবর ২০২৪, কলকাতা
আর জি কর কাণ্ডের পর ২ ০ ২ ৪ দূর্গা পূজায় লেখা কবিতা
Comments