Posts

Showing posts from January, 2025

নিখিল: রাম প্রপন্ন ভট্টাচার্য | বাংলা কবিতা

নিখিল ভুবন ভরলো সুরে তোমার সেতার ঝংকারে  কোমল ঋষভ আশাবরী  ললিত কেদার ভংকারে গভীর মনন অনুভবে  সুরে ভরা যন্তরে  বাজছে আলাপ বাজছে ঝালা অনুরণন অন্তরে  সস্তা চটুল গিমিক ছেড়ে  গভীরতায় মন কাড়ে রাগ রাগিণীর করুণ স্পর্শ  বন্দিশে আর বিস্তারে  আজকে যখন বেশিরভাগই  ফিউশানে তে পথ ভুলে  দেখনদারীর চমক দিতে  সেতার বাজায় হাত তুলে  কেউবা বাজায় স্বচ্ছ সেতার এপার ওপার যায় দেখা  হেমললিত আর মিশ্র গারা ইউটুবেতেই রয় একা নিখিল ভুবন ভরিয়ে দিতে  এসো আবার পথ ভুলে  মিষ্টি সুরে করুণ মীড়ে ঝালায় তানে ঝড় তুলে।  রাম প্রপন্ন ভট্টাচার্য  ২৭ জানুয়ারি ২০২৫